Author: Ab Bashir
ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন
মোঃ আলামিন হোসেন কলারোয় প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মোহাম্মদ সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারু.ক হোসেন, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, এলজিইডির প্রকৌশলী নাজিমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকারসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও প্রকৃত ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয় বরং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে। বক্তারা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে “কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।

রংপুরে দুর্ধর্ষ ফিনাল আহত হয়েছেন রন্টি গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর

The Journey Begins
Thanks for joining me!
Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton
